রাউজানে লোকালয়ে ঘরের ভিতর ৩ বাচ্চাসহ বাঘ

12

রাউজান প্রতিনিধি

রাউজানে লোকালয়ে এসে বসতঘরে বাচ্চা প্রসব করেছে একটি বাঘ। একসপ্তাহ ধরে বাঘটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়। পরে দেখতে পান পাহাড়তলী ইউনিয়নের শাহদুল্লাহ কাজীর লাকড়ির ঘরে বাঘটির তিনটি বাচ্চা রয়েছে, যার একটি মারা গেছে। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, এলাকার বেলাল মেম্বারের ঘরের পশ্চিম পাশে গৌরশংকর হাটের হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ মুছার ব্যবহৃত লাকড়ি ঘরে একটি বাঘ ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা। এভাবে সপ্তাহধরে দেখতে পেয়ে মুছার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে বাঘ নিয়ে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও জন্মায়। পরে লাকড়ি ঘরের নিচে বাঘের অবস্থান দেখতে পায়। এতে তিনটি বাঘের বাচ্চাও রয়েছে। এর একটি মারা যায়।
বিষয়টি বন বিভাগকে খবর দেওয়ার পরও কোন সারা না পাওয়ায় চরম আতঙ্কে দিনযাপন করছেন স্থানীয়রা।
ঘরের মালিক মুহাম্মদ মুছা বলেন, ‘আমাদের পরিবারের লোকজন ও স্থানীয়রা চরম আতঙ্কে আছি। ছানাগুলো ও বাঘটি সরানো না গেলে যে কোন সময় বিপদ আসতে পারে।’
এ বিষয়ে রাউজান উপজেলা বনবিভাগের বিট কর্মকর্তা পল্লব কুমার শাহ বলেন, ‘এ বিষয়ে আমরা খবর পেয়েছি। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে যাব।’
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসু্িদ্দন বলেন, ‘সকলে বাঘের কথা বলছে। বনবিভাগের উদ্ধারের পর পুরো বিষয়টি জানা যাবে।’