রাউজানে আগুনে পুড়েছে মুরগির খামারসহ চার বসতঘর

9

রাউজান প্রতিনিধি

রাউজানে মুরগির খামারসহ চার ঘর পুড়ে অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। গত শুক্রবার দুপুর ১ টার সময় রাউজানের কদলপর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাউজানের কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কদলপুরস্থ বালি ম্যানেজার বাড়ির বাসিন্দা তোফায়েল আহমেদ, মোহরম আলী, জসিম উদ্দিন ও মো. ইউসুফের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ঘটনার সময় জুমার নামাজ থাকায় এলাকার লোকজন মসজিদে ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুরগির খামারসহ সেমিপাকা চার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সংবাদ শুনে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরগুলো। এতে অন্তত ৩০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
কদলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনার সময় স্থানীয় পুরুষরা মসজিদে নামাজে ছিল। তাই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এতে একটি মুরগির খামারসহ চারটি ঘর পুড়ে যায়।