রমজানে ডায়াবেটিস রোগীদের রোজা রাখা বিষয়ে সেমিনার

11

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে উদ্যোগে গতকাল শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর সুজাত পাল। এতে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, এই সেমিনারের মাধ্যমে চিকিৎসার উৎকর্ষ সাধিত হবে। তিনি সেমিনারে অংশগ্রহণকারী চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রফেসর সুজাত পাল বলেন, ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এই ধরনের সেমিনার চিকিৎসকদের জ্ঞান বৃদ্ধি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান প্রজন্মের চিকিৎসকগণ সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের চিকিৎসা বিষয়ে দক্ষতা অর্জন করবে। সেমিনারে ষ্পিকার হিসাবে বক্তব্য রাখেন বারডেম এর এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান প্রফেসর ফিরোজ আমিন, বিএসএমএমইউ, ঢাকার নেফ্রোলজি বিভাগের প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, এপোলো-ইমপেরিয়াল হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডা. শিরিন ফাতেমা এবং ডায়াবেটিক ফুট সার্জন ডা. আবদুল্লাহ আল গাদ্দাফি। সেশন চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের এন্ডোক্রাইন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর দিপ্তী চৌধুরী, চট্টগ্রাম মা-ও-শিশু হসপিটালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. তাহেরা বেগম এবং চট্টগ্রাম মা-ও-শিশু হসপিটালের অর্থোপেডিক সার্জারির প্রফেসর অলক কান্তি বিশ^াস। বক্তব্য রাখেন হাসপাতালের এডিশনাল ডাইরেক্টর ডা. নওশাদ আজগার চৌধুরী, ডা. ফারজানা হক, ডা. আবদুল মুকিত, ডা. রাশেদা বেগম, ডা. মাসুদ করিম, ডা. রতন কান্তি সাহা, ডা. সুমন রহমান চৌধুরী, ডা. জুলেখা শামস রুমি, ডা. শহীদুল্লাহ কায়সার, ডা. উম্মে হানি, ডা. ফাহমিদা, ডা. রাহুল সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এস এম শওকত হোসেন, শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এস.এম জাফর, নির্বাহী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদার, প্রিন্সিপাল লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, ডা. পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট মো. আকতার হোসেন, মো. শহীদুল ইসলাম, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ। সেমিনারে প্রায় ২০০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির