যুব গেমস : চট্টগ্রামে শুরু ফুটবল, উশু ও হ্যান্ডবল

4

পূর্বদেশ ডেস্ক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম জেলা পর্যায়ে শুরু হয়েছে ফুটবল, উশু ও হ্যান্ডবল ইভেন্ট। এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল রবিবার ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর আছলাম মোরশেদ ও সালাউদ্দিন জাহেদ।
চট্টগ্রাম আন্তঃউপজেলা উশু ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, সিজেকেএস উশু কমিটির ভাইস চেয়ারম্যান ডা. শফি, যুগ্ম সম্পাদক আবদুল আল ফয়সাল প্রমুখ।
আন্তঃউপজেলা হ্যান্ডবল ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ, যুগ্ম সম্পাদক কল্লোল দাশ ও সদস্য জাবেদা বেগম মিটুল। খবর বাসসের