‘যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল বিএনপি’

63

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মুনতাসীর মামুন বলেন, বিএনপি পৃথিবীতে একমাত্র দল যার কুশিলবরা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছেন এবং যুদ্ধাপরাধীদের বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। তাদের কোন ক্ষমা নেই।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের দেশে ঘাতকের রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সঠিক পথে ছিলেন, তিনি বিজয়ী হয়েছেন। নির্মূল কমিটির আন্দোলন সঠিক পথে চলছে, আমরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জয়ী হয়েছি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে জয়ী হবো।
প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট অনুশীলন জরুরি। পঠন-পাঠন এবং অনুশীলনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের পরিশীলিত চেতনায় রাজনৈতিক দলকে শুদ্ধতার স্থানে প্রতিষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, তারুণ্যের একটি অপরিমেয়ে শক্তি রয়েছে। যেকোন শুদ্ধতার জায়গায় তারুণ্য অগ্রণী ভূমিকা রাখতে পারে। যারা ইতিহাসের সাথে থাকে তারা জয়ী হবেই।
ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার আহবান জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান আলোচক প্রফেসর ড. মুনতাসীর মামুন ও প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।
গতকাল ৩০ মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ও ট্রাস্ট চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজ্ঞ ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কাতারের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুকুমার চৌধুরী ও অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। সূচনা বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
সম্মেলন প্রস্তুতি কমিটির মহাসচিব, সাবেক প্যানেল মেয়র প্রফেসর রেখা আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বিশিষ্ট পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জেলা নেতা অলিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন, প্রফেসর ড. মোজাহেরুল আলম, নাজমুল আলম খান, আবু সাদাত মো. সায়েম, ভাস্কর চৌধুরী, রোকনুজ্জামান খান, মো. রাসেল, রুবা আহসান, সুচিত্রা গুহ টুম্পা, মিথুন মল্লিক, সাহাব উদ্দিন, মাউসুফ উদ্দিন মাসুম, অসিত বরণ বিশ্বাস, রাজিব ভট্টাচার্য্য, বেলাল হোসেন, আবদুল হাকিম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে একক আবৃত্তিতে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা।
সম্মেলনে নির্মূল কমিটির জেলা, উপজেলা, থানাসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ছিলেন। সভা শেষে প্রকৌশলী দেলোয়ার মজুমদারকে সভাপতি ও প্রফেসর রেখা আলম চৌধুরী সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা নির্মূল কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি