মানুষ ইভিএম চায় না : রব

15

ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল শনিবার বিকালে ফ্রন্টের এক সংবাদ সম্মেলনে জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ইভিএমকে সারা পৃথিবীতে বর্জন করেছে। এই ইভিএমকে বুড়িগঙা নয়, বঙ্গোপসাগরে ফেলে দেয়া হোক। এই মেশিন বাংলাদেশের মানুষ চায় না। এই ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না। ভোটাররা যদি বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম ছুঁড়ে ফেলে দেয়, আমাদের বলার কিছু থাকবে না।
রব বলেন, নতুন ডাকাতির পদ্ধতি হচ্ছে ইভিএম। নতুন ডাকাতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এই মেশিন চালু করতে পারবে না। নির্বাচন কমিশন বলেছিল যদি ভোটার এবং যারা অংশীদার তারা যদি না চায় ইভিএম চালু করবেন না। এখন দেখা যাচ্ছে জোর করে নির্বাচন কমিশন ভোট ডাকাতির জন্য পেপার ট্রেইল ছাড়া ইভিএম চালু করছে। পেপার ট্রেইল ছাড়া ইভিএম চালু আমরা সমর্থন করছি না। খবর বিডিনিউজের
ইভিএমেই ভোট হচ্ছে- তাহলে আপনারা ভোট বর্জন করবেন কিনা প্রশ্ন করা হলে জেএসডি প্রধান বলেন, আন্দোলনে বর্জন হতে পারে, বর্জনের পরে আর কিছু থাকে না, বর্জনের পরে তো আর কিছু নাই। আমরা আন্দোলন অব্যাহত রাখব। যদি শেষ পর্যন্ত আর কোনো পথ না থাকে তখন সর্বশেষ পথ সেটা অবলম্বন করব কিনা সেটা এই মুহূর্তে সিদ্ধান্ত নেইনি আমরা।
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, বর্তমান বাংলাদেশে যে নির্বাচন কমিশন, যে কমিশনকে জনগণ মনে করে তাদের স্বার্থের পরিপন্থি কাজ করছে, সরকারের পক্ষে কাজ করছে। সেই নির্বাচন কমিশনের যিনি কমান্ড করবেন এমন ব্যক্তির মাধ্যমে পেপার ট্রেইল ছাড়া ইভিএম চালু করা বাংলাদেশে আমরা গ্রহণ করি না।
ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার নূরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।