ভারতীয় বিমানবন্দরে চালু হলো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি

18

বিরামহীন ও ঝামেলামুক্ত বিমানযাত্রা নিশ্চিত করতে ‘দিজি যাত্রা’ নামের একটি ব্যবস্থা চালু করেছে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার কয়েকটি বিমানবন্দরে এই ব্যবস্থা চালু হয়।
এই ব্যবস্থায় ফেসিয়াল রিকগনিশন টেকনোলজির (এফআরটি, মুখ শনাক্তের প্রযুক্তি) মাধ্যমে বিমানবন্দরে যাত্রীদের সংস্পর্শ ও বিরামহীন প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ এ খবর জানিয়েছে। এই প্রকল্পে মূলত মুখ শনাক্তের মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন চেকপয়েন্টে যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে কাগজ ও সংস্পর্শবিহীন প্রক্রিয়ায়। যা যাত্রীদের বোর্ডিং পাসের সঙ্গে সংযুক্ত করা হতে পারে।
প্রথম ধাপে সাতটি বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমানযাত্রীদের এই ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা চালু হবে। বৃহস্পতিবার দিল্লি, বেঙ্গালুরু ও বারানসিতে এই প্রযুক্তিতে সেবা প্রদান শুরু হয়েছে।
এরপর ২০২৩ সালের মার্চের মধ্যে হায়দরাবাদ, কলকাতা, বিজয়ওয়াড়া বিমানবন্দরে চালু হবে। পর্যায়ক্রমে ভারতের সব বিমানবন্দর এই প্রযুক্তির আওতায় আসবে।