বোয়ালখালী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

23

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের জোটপুকুর পাড় এলাকার দাশপাড়ার ১৮ পরিবার হারিয়েছেন পূর্বপুরুষের চলাচলের পথ। সেই পথ পুনরুদ্বারের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছে। পোপাদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দাশ পাড়ায় যাতায়াতের পথ নেই বললেই চলে। ফলে সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান হয় না দীর্ঘ তিন দশক ধরে। বাড়ির বয়স্ক, অসুস্থ লোকজন ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা বন্ধুরপথ পাড়ি দিয়ে আসা যাওয়া করেন।
সূত্র মতে, কয়েক যুগ ধরে পুকুরের পশ্চিম পাড় দিয়ে যাতায়াত করতেন দাশ পাড়ার লোকজন। ওই চলাচলের পথটি সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত। খাস খতিয়ানে ৪৮৪২ দাগে ১২ শতক ও ৪৮৬৪ দাগে ৪ শতক জায়গা পথ হিসেবে উল্লেখ রয়েছে। ১৯৭৮ সালে সেই পুকুর পাড়টি দাশপাড়ারই এক ব্যক্তি দখলে নিয়ে পুকুরটির পূর্ব পাড় দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেন। তাও কালক্রমে ভেঙে পড়েছে সংস্কারের অভাবে। ফলে পথ হারা হয়ে পড়েছে দাশ পাড়ার ১৮ পরিবার। এ নিয়ে ২০১৫ সাল থেকে সেই পথ পুনরুদ্ধারে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির কাছে লিখিত আবেদন জানিয়েছেন দাশ পাড়ার বাসিন্দা প্রদীপ কান্তি দাশগুপ্ত।
এলাকাবাসীর পক্ষে
প্রদীপ কান্তি দাশগুপ্ত