কৃষিভাতা চালু হোক

15

আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। কৃষকরা ফল ফলালে আমাদের অন্ন জোটে। রোদে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে দিন-রাত অক্লান্ত পরিশ্রমে কৃষকরা আমাদের জন্য ফল ফলায়। আমাদের দেশ দুর্যোগপ্রবণ হওয়ায় প্রতি বছরই বন্যা কবলিত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষিক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, ফলে কৃষক সর্বহারা নিঃস্ব হয়ে যায়। কারণ আমাদের দেশের বেশিরভাগ কৃষক হতদরিদ্র হওয়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বা স্থানীয় প্রভাবশালীদের নিকট জমি বন্ধক রেখে টাকা এনে ফসলাদি ফলায়। এসব কথা চিন্তা করে সরকার স্বল্পসুদে কৃষকদের জন্য ঋণ দানের ব্যবস্থা করেছে কিন্তু আর্থিক ক্ষতিগ্রস্থ হলেও সেই টাকা পরিশোধ করতে হয়। যার কারণে কৃষকদের মাথায় চিন্তার ভাজ নেমে আসে। কৃষকরা বন্যায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে নিত্যপণ্যের দামও চড়া হারে বাড়তে থাকে ফলে জনসাধারণেরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবং অনেক কৃষক এই ক্ষতির বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। কৃষকদের এই দুঃখ গোছাতে পার্শ্ববর্তী দেশ ভারতেও অন্যান্য বেশ কয়েকটি কৃষিপ্রধান দেশে কৃষিভাতা চালু হলেও আমাদের দেশে এখনও কৃষিভাতা চালু হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের নিকট অনুরোধ কৃষকদের কিছুটা হলেও সচ্ছল জীবন যাপন এবং কৃষিক্ষেত্রে আর্থিক ঝুঁকিমুক্তকরণের লক্ষ্যে কৃষিভাতা প্রদান করে কৃষকদের পাশে দাঁড়ালে তাঁরা উপকৃত হবে।

আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম