পাহাড়ে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারের পাশে দাঁড়ান

22

প্রতি বছর ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ষা আসলেই পাহাড়ে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদে ফিরে আসার আহবান জানায়। কিন্তু তাঁরা তা মানতে নারাজ, কারণ নতুন করে মাথা গোঁজানোর কোন ঠাই নেই তাদের। আর্থিক অসচ্ছলতার কারনে এসব পরিবার যুগের পর যুগ ঝুঁকিপূর্ণ ভাবে প্রাণ হাতে নিয়ে বসবাস করে। ফলে ভারী বর্ষণে পাহাড় ধসে এসব পরিবার মর্মান্তিক ভাবে প্রাণও হারাচ্ছে।
বর্তমান সরকার জনগণের অধিকার নিশ্চিতে প্রশংসামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে তাই এই বিষয়টি নিয়ে যদি এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ায় তাহলে এমন প্রাণহানির ঘটনার পুনরাবৃত্তি হবে না। ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরত এসব পরিবারকে নিরাপদে আনার পূর্বে তাঁদের সঠিক তালিকাপূর্বক বসবাসযোগ্য ঘরের ব্যবস্থা বা ঘর নিমার্ণের নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করলে পাহাড় দখল করে আর প্রাণ হারাতে হবে না ছিন্নমূল অসহায় পরিবারের।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড