বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

26

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ জাতীয় সংকট উত্তরণে নেতৃত্ব দিয়েছে। এই প্রত্যয়ে ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের কিছু নিদের্শনা মানতে হবে। যারা সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিকভাবে সুবিধা ভোগ করে দলের সুনাম ক্ষুন্ন করবে তাদেরকে কোনো অবস্থাতেই দলে স্থান দেয়া যাবে না। তিনি বলেন, দলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদেরকে আত্মতুষ্টি নিয়ে চললে হবে না। জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার অর্জনগুলোকে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। একই সাথে এই ভিত্তিকে আরো মজবুত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাবের আহমদ এর সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত সভাটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সঞ্চালনা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, আবদুল আহাদ, হাজী জহুর আহমেদ, জালাল উদ্দিন ইকবাল, কার্যনির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, কামরুল হাসান ভুলু, সাইফুদ্দিন খালেদ বাহার, মোরশেদ আকতার চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল ইস মজমুদার, আবেদ মনসুর চৌধুরী, সাদেকুর রহমান টিপু, আকতার উদ্দিন চৌধুরী, জানে আলম, নাছির উদ্দীন চৌধুরী, শামসুল আলম প্রমুখ।
নগর সাধারণ সম্পাদক বলেন, তৃণমূল পর্যায়ে পরীক্ষিত নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, উত্তর হালিশহর ওয়ার্ডে সদস্য নবায়ন কর্মসূচি চলমান থাকবে। সবাইকে দলের শৃঙ্খলা মেনে দলের প্রবীণ নেতাদের সম্মান জানিয়ে নবায়ন এর মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে। কেন্দ্রের নির্দেশনা পেলেই ওয়ার্ড পর্যায়ের সম্মেলন করা হবে।