বান্দরবানে নবান্ন উৎসবের কর্মশালা

42

বান্দরবানের নবান্ন উৎসব উপলক্ষে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কনভেনিং কমিটির আহব্বায়ক সিং ইয়ং ম্রো। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সাংবাদিক মুনিরুল ইসলাম মনু, প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এনজিও গ্রাউস উপদেষ্টা মং চিং পপ্রু মার্মা, গাব্রিয়েল ত্রিপুরা, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম প্রামানিক, বম সম্প্রদায়ের নেতা জুয়ামলিয়াম বম প্রমুখ।
এদিকে কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবছর নতুন দিনের ফসল ঘরে তোলা আর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তা নিবেদন করতেই এই নবান্ন উদযাপন করে পাহাড়ে বসবাসকারী সম্প্রদায়। জুম চাষের পাশাপাশি অন্যান্য ফলের চাষ করে সবাই লাভবান হতে পারে। নতুন ধানের পিঠামেলা, জুমের ফসল উৎসর্গ, প্রার্থনা ও নবান্নের নানা পরিবেশনার সাথে খিয়াং সম্প্রদায় সহ অন্যান্য সম্পদ্রায়গুলো ঐতিহ্যবাহী সংস্কৃতি ফুটিয়ে তোলে। বক্তারা আরোও বলেন, নিয়মানুযায়ী প্রতিবছর নবান্নের সময় সৃষ্টিকর্তার উদ্দ্যেশে জুমে উৎপাদিত নতুন ধান, মারফা, চিনার, মিষ্টিকুমড়াসহ নানা ফল সৃষ্টিকর্তাকে প্রদান করে তবেই তারা তা ভোগ করে।