বাতি পরিদর্শক যখন প্রকৌশলী : বাতিল করতে মন্ত্রণালয়ের চিঠি

12

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল উপ-বিভাগ বিদ্যুৎ শাখার বাতি পরিদর্শক মো. এনামুল হক। নিয়মবহির্ভূতভাবে তাকে উপ-সহকারী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়। চলতি দায়িত্বের স্কেল না পেতেই সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বের মুকুট এনামুলের মাথায়। স্ব-বেতনে এসব বাড়তি দায়িত্ব দেওয়া হলেও পরবর্তী পদোন্নতিতে এগিয়ে থাকা ও পদের বিপরীতে বাড়তি সুবিদা নেওয়ার কৌশল হিসেবে কর্মকর্তাদের যোগসাজসে এমন অফিস আদেশ জারি হয়।
গতকাল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে এনামুলের অতিরিক্ত দায়িত্ব বাতিল করে অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পত্রটি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বরাবরে এসেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
প্রকৌশল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের ৯ এপ্রিল বাতি পরিদর্শক এনামুল হককে উপ-সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ৭ এপ্রিল চসিক সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে তাকেই সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বের বদৌলতে বিদ্যুৎ শাখার চারটি জোনের একটির প্রধান হিসেবে দায়িত্ব পান এনামুল। এ নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ গেলে তার অতিরিক্ত দায়িত্ব বাতিলের নির্দেশ দেয় মন্ত্রণালয়।