বাকলিয়ায় বসতঘরে হামলা-লুটপাট গ্রেপ্তার ১

90

দক্ষিণ বাকলিয়ায় সন্ত্রাসী গ্রূপ ফের সক্রিয় হয়ে উঠেছে। খুন, চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, লুটপাট, মাদক ব্যবসাসহ এহেন অপরাধ নেই যা তারা করছে না। তাদের অপকর্মে বাধা দিলেই হামলার শিকার হতে হয়। সর্বশেষ গত শনিবার দুপুরে তক্তারপুল এল্কাায় সন্ত্রাসীরা এক বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। হামলায় এক বৃদ্ধাসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে তক্তারপুল এলাকায় আব্দুল্লাহ আল নোমানের ঘরে প্রবেশ করে। এসময় তারা হকি স্টিক, লাঠিসোটা দিয়ে ঘরের আসবাবপত্র, কম্পিউটার, সিসিটিভিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। এতে বাধা দিলে আব্দুল্লাহ আল মামুন ও তার মায়ের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, একটি মোবাইল সেট নিয়ে যায়।
এ ঘটনায় মো. ইব্রাহীম, খোরশেদ, মো. কালন, জাবেদ, ফয়সলসহ অঞ্জাতনামা আরো ৭/৮ জনের নামে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদি আব্দুল্লাহ আল নোমান জানান, মামলার আসামিরা দুর্ধর্ষ সন্ত্রাসী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৮/১০টি করে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আমাকে খুন করার চেষ্টা করছে।