বাঁশখালীতে দুই পক্ষের মারামারি আহত ৮

42

বাঁশখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের রংঘিয়াঘোনা এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন আব্দুল মজিদের ছেলে মো. মহিউদ্দিন (২০), ফয়েজ উল্লাহ’র ছেলে নাছির (১৭), হাজী আলী আহমদের ছেলে ফয়েজ উল্লাহ (৫৫), মৃত আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২০), আব্দুল মজিদের স্ত্রী খতিজা বেগম (৪০), ফয়েজ উল্লাহ’র স্ত্রী মিনু আরা বেগম (৪২), সিরাজুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৪০), মো. ইদ্রিসের মেয়ে ইশা আক্তার (১৫)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার পূর্বদেশকে বলেন, ‘এ ঘটনাটি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব’।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা মুনমুন পূর্বদেশকে বলেন, নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। কয়েকজনের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে এবং সিরাজ নামে একজনের মাথা ফেটে গেছে।
বাঁশখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন পূর্বদেশকে বলেন, একটি জায়গা থেকে বালু তোলা নিয়ে মারামারি হয়েছে বলে শুনেছি। বিস্তারিত জানি না।