বাঁশখালীতে দুই ইটভাটাকে জরিমানা

9

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে ইটভাটায় কয়লার পরিবর্তে লাকড়ি এবং কৃষি জমির মাটি ব্যবহার করায় এমবিএম ও এনটিবি নামে দুই ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার বাহারছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, এমবিএম ইটভাটায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং পাশের কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ম্যানেজার মো. নূর হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও চাম্বল ইউনিয়নের এনটিবি ইটভাটার ম্যানেজারকে গাছের গুড়ি ও লাকড়ি পুড়িয়ে ইট তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে ইটভাটা এলাকা থেকে সব লাকড়ি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।