ফেনসিডিল নিয়ে ধরা, যাবজ্জীবন কারাদন্ড

7

নিজস্ব প্রতিবেদক

নগরীতে প্রায় সাত বছর আগে আটশ বোতল ফেনসিডিল নিয়ে আটকের পর দায়ের করা মামলায় রুহুল আমিন (৪২) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। গতকাল সোমবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল ইসলাম ভ‚ঁঞা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রুহুল আমিন নোয়াখালীর বাসিন্দা হলেও নগরীর বাকলিয়া বাস্তুহারা কলোনির ভাড়া বাসায় থাকতেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বিচারকাজ চলাকালে আসামি জামিনে গিয়ে পলাতক হন। তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়ার বাস্তুহারা কলোনিতে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালিয়ে আটশো বোতল ফেনসিডিল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।