ফিটনেসবিহীন গাড়ি ও ঘুম চোখে গাড়ি চালানো বন্ধ হলে দুর্ঘটনা কমবে

10

 

চট্টগ্রাম জেলা ট্রাক ও মিনিট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি ও ঘুম চোখে গাড়ি চালানো বন্ধ হলে দুর্ঘটনা কমবে। এসময় তারা দক্ষ চালক নিয়োগের জন্য মালিকের প্রতি আহবান জানান। গতকাল শনিবার নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মো. এমদাদুল হকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রাক ও মিনিট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল নবী লেদু, বাংলাদেশ লেবার ফেডারেশনের (বিএলএফ) যুগ্ম সম্পাদক জাকির হোসেন লিটু, বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক, মহাসচিব মো. নুরুল আবছার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাহী সদস্য এস্তফিজুর রহমান, নির্বাহী সদস্য সেকান্দর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি জেলা চালক সমিতির সভাপতি মনতোষ ধর, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিন, হালকা মটরযান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া ট্রাক মালিক সমিতির সভাপতি মো. হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক হাছান তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি ট্রাক মালিক গ্রুপের উপদেষ্টা এস.এম ফজলুল করিম ও চট্টগ্রাম আন্তঃজেলা (রা.খা.রা) ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর। পণ্য পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবদুল ছালাম, মো. আবু তাহের, নজরুল ইসলাম দুলাল, মো. ইউনুছ মিয়া, গিয়াস উদ্দিন তুহিন, মো. ইউসুফ মিয়া, আবু তাহের বাছেক, মো. সাইদুল ইসলাম চৌধুরী, মো. শাহজাহান, আবুল কালাম, মো. মনছুর, মো. শাহজাহান, আওরঙ্গজেব খান সম্রাট, মো. হানিফ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অদৃশ্য ষড়যন্ত্রের কারণে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাধাগ্রস্ত করতে পণ্য পরিবহনের উপর চাপিয়ে দেয়া হয়েছে দ্বিগুণ করের বোঝা। চালানো হচ্ছে পুলিশি হয়রানিসহ বিভিন্ন জুলুম নির্যাতন। পণ্য পরিবহন সেক্টরের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহিন গাড়ি ও চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পরিবহন মালিকেরা আরও আন্তরিক হয়ে দক্ষ চালক নিয়োগ দিলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। খবর বিজ্ঞপ্তির