ফটিকছড়িতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

31

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্বিতীয় রোগী হিসেবে ২৬ বছর বয়সী এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। পরে ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ওই নারীর বাড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের পূর্ব হলদিয়া গ্রামে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিন।
গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী করোনা পজিটিভ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত নারী চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকা থেকে স¤প্রতি বাড়িতে এলে তার জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ দেখা দেয়। তিনি একজন পোশাক কারখানার কর্মী। গত ৩ মে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (সিএমসি) টেস্ট করান। পরে শুক্রবার তা পজেটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন জানান, আক্রান্ত নারী বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। তাকে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আক্রান্ত নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সবার নমুনা টেস্ট করা হবে।
এর আগে গত ২২ এপ্রিল স্বাস্থকেন্দ্রের এক চিকিৎসক প্রথম করোনা আক্রান্ত হন।