পেকুয়ায় চোখে মরিচের গুড়া দিয়ে ছিনতাই

36

পেকুয়ায় অভিনব কায়দায় এক শিক্ষকের চোখে মরিচের গুড়া দিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ছিনতাইকারীরা ওই শিক্ষকের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
গতকাল সোমবার সকাল ১১টায় পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হরিণাফাঁড়ি মাহমুদুল করিম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসাইন (৪৮) প্রতিদিনের মত স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হরিণাফাঁড়ি রাস্তার মাথায় পৌঁছলে দুইজন মোটর সাইকেল আরোহী ইসমাইল হোসাইনের চোখে মরিচের গুড়া
ছোঁড়ে তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার শিক্ষক ইসমাইল হোসাইন বলেন, বিদ্যালয় থেকে বের হয়ে রাস্তার মাথা রফিকের বাড়ি পর্যন্ত এসে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হই। এসময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে কয়েকজন পথচারী এগিয়ে আসে। প্রতিদিন আমার ব্যাগে ল্যাপটপ থাকে। কিন্তু আজকে ল্যাপটপ নিয়ে যায়নি। ব্যাগে ৫ হাজার টাকা, আইডি কার্ডের ফটোকপি ও বিদ্যালয়ের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
এবিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, ছিনতাইয়ের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।