পুলিশের চোখে স্প্রে মেরে কোর্ট প্রাঙ্গণ থেকে চম্পট দুই জঙ্গি!

19

পূর্বদেশ অনলাইন
ঢাকার আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে করে দুই জঙ্গি পালিয়ে গেছে। রোববার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এই ফাঁকে ওই দুজন পালিয়ে যায়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আদালতে পুলিশ হেফাজত থেকে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতনরা আছেন। তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন। জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেলো এবং স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন। ঢাকার সন্ত্রাস বিরোধের বিশেষ ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম ছারোয়ার খান জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় চার্জ শুনানি ছিল। সেই শুনানি শেষে আসামিদের নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা করে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার কথা শুনেছি। তবে তাদের নাম ঠিকানা ও ঘটনার বিস্তারিত জানতে পারিনি।