পাহাড়তলীতে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

12

নিজস্ব প্রতিবেদক

নগরীরর পাহাড়তলীতে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় ওসমান চেয়ারম্যানের বাড়ির মামুনের ভাড়াঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি পুরাতন চোরাই মোবাইল এবং দুটি জাল জাতীয় পরিচয়পত্রের প্রিন্ট কপি উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন- হোসাইন খন্দকার (৩৬), মো. মামুন ভ‚ঁইয়া (৩২) ও মো. বদিউজ্জামান (৩৪)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পাহাড়তলীর আব্দুল আলী নগরের জোলারহাটের ওসমান চেয়ারম্যানের বাড়ির মামুনের ভাড়াঘরে অভিযান চালিয়ে চোরাই মোবাইল, ল্যাপটপ ক্রয় বিক্রয়কারী চক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় প্রতারণামূলকভাবে নিজেদের তৈরি করা জাল জাতীয় পরিচয়পত্রের প্রিন্টেড কপি ব্যবহার করে চোরাই মোবাইল-ল্যাপটপ ক্রয়-বিক্রয় করে আসছিল। মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।