পটিয়ায় নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৭ দোকানকে জরিমানা

3

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নিষিদ্ধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সাত ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম এক সাথে দুটি টিমে বিভিক্ত হয়ে অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও ড্রাগ এক্ট, ১৯৪০ এর আওতায় পৌরসদরের পোস্ট অফিস মোড়, থানার হাট ও এস আলম গেট সংলগ্ন সাতটি ওষুধের দোকানে (ফার্মেসি) এ জরিমানা করা হয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন জানান, পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকার ঘোষিত নিষিদ্ধ ওষুধ বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলমান রাখা হবে। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় এসব দোকানকে জরিমানা করা হয়।