নড়াইলে শিক্ষক হেনস্থার প্রতিবাদ চবি শিক্ষকের

9

চবি প্রতিনিধি

নড়াইলে প্রকাশ্যে পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জি এইচ হাবীব। তিনি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা ও বামপন্থী কর্মী আব্দুল হক। এসময় তাদের হাতে ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’ লিখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জি এইচ হাবীব বলেন, ‘সম্প্রতি নড়াইলে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, স্বপন কুমার বিশ্বাসকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। শিক্ষক হিসেবে মনে হয়েছে আমার এটা প্রতিবাদ করা দরকার। একটু দেরিই হয়ে গেল বোধ হয়, আরও আগেই দাঁড়ানোর দরকার ছিল। আমার পাশে মুক্তিযোদ্ধা ও বামপন্থি কর্মী আব্দুল হক সাহেব দাঁড়িয়েছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন, ‘ধর্ম ব্যবহার করে আমাদের দেশের মানুষকে বোকা বানানো সহজ। ধর্মকে অনেকে নিজ স্বার্থে ব্যবহার করে। এতে ক্ষমতাসীনদেরও ইন্ধন থাকে।
স¤প্রতি, ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক হিন্দু শিক্ষার্থীর পোস্ট দেয়াকে কেন্দ্র করে গত ১৮ জুন বিক্ষোভ ও সহিংসতা চলে কলেজ ক্যাম্পাসে। এর পর পরেই গুজব ছড়িয়ে পড়ে যে পোস্টদাতা ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।
এ ঘটনার পর পুলিশ পাহারায় তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে দাঁড় করিয়ে পুলিশের সামনেই গলায় জুতার মালা পরিয়ে দেয় একদল ব্যক্তি। পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়।