নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না

29

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু জেল-জুলুম হুলিয়াকে বিএনপি নেতাকর্মীরা ভয় পায় না। মিথ্যা মামলা গ্রেপ্তার নির্যাতন যতই হোক না কেন বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।’
গতকাল দুপুরে কোতয়ালী থানার একটি মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসলেও পরবর্তীতে জামিন বর্ধিত করতে চাইলে সরকারি নির্দেশে বিনএপির নেতাকর্মীদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করছে আদালত। এই পবিত্র মাহে রমজান মাসে প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের হাজিরা দিতে কোর্টে আসতে হচ্ছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার একদলীয়ভাবে দেশ শাসন করছে বলেই বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সত্তার, মফিজুল হক ভুঁইয়া, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম সাজ্জাদ, নেজাম উদ্দিন, মাহমুদুল আলম চৌধুরী মারুফ, এরফান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি