নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

31

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাইছড়ি-রামু সড়কের ভগবানটিলার নিচে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম (১৭) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে। আহতরা হলেন রাজারকুল এলাকার সাদ্দাম (২০), বদিউল আলম (৩৫) ও আবুল কাশেম (২৫)।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যানিং মার্মা জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে একটি বালিভর্তি মিনি ট্রাক (ডাম্পার) সোনাইছড়িতে যাওয়ার পথে ভগবান টিলার নিচে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এসময় গাড়ির হেলপার শাহ আলমসহ অন্যরা আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী রামু হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে শাহ আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন উক্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।