দুষ্কৃতকারীদের আগুন রাউজানে পুড়ে গেছে বসতঘর

16

রাউজানের মোহাম্মদপুরে দুষ্কৃতকারীদের দেয়া আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরীর বাড়ির দক্ষিণ পাশে মোহাম্মদ ইদ্রিস ও আবু বক্করের কাচারি ঘরে এ আগুন দেয়া হয়। এতে বসতঘরে থাকা চারটি পাওয়ার টিলার, ২টি সেচ পাম্প সহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অপরদিকে একই ইউনিয়নের খলিলাবাদ গ্রামে সাবেক চেয়ারম্যান ফয়েজুল ইসলাম চৌধুরী টিপুর কাচারি ঘরেও গতকাল ভোর সাড়ে চারটার দিকে আগুন দেয় দুষ্কৃতকারীরা। তবে স্থানীয় লোকজন এগিয়ে আসায় এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আবু বক্কর জানান, আগুন লাগার সংবাদ পেয়ে রাউজান ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর সদস্য ও রাউজান থানা পুলিশের দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গত দশদিন ধরে রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর কেউটিয়া, পশ্চিম রাউজান মাঝি পাড়া, রমজান আলীর হাট বাজার, খলিলাবাদ এলাকায় দুষ্কৃতকারীরা একের পর এক আগুন লাগিয়ে দিয়ে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতংকের মধ্যে রাতযাপন করছেন। এলাকার লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।