দু’দিক থেকেই আসছিল ট্রেন, কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের

5

পূর্বদেশ ডেস্ক

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি পাশের কেশবপুরে। তারা গোপালপুর থেকে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তাদের মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী আর দু’জন ছেলে। তিনি আরও জানান, দুই লাইনে দুটি ট্রেন আসছিল। একটি ট্রেনের হর্ন শুনে তারা পাশের লাইনে যায়। কিন্তু তারা জানতো না ওই লাইনেও ট্রেন আসছে। মুহূর্তেই ওই ট্রেনে কেটে তাদের মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির রঞ্জন দেব জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। গোপালপুর রেলগেট থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে দু’টি ট্রেন ক্রস করার সময় ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, মারা যাওয়ারা হলেন কেশবপুর গ্রামের জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)। খবর বাংলা ট্রিবিউনের