দুই ট্রলার মাঝিকে জরিমানা

8

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে অবৈধ জাল ও জাটকা ধরার অপরাধে ২টি ট্রলার মাঝিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদফতর, বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বাংলাদেশ নৌ পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, মৎস্য জরিপ কর্মকর্তা, মাহবুবুর রহমান, লে. কমান্ডার হামিদ, লে. রওনক প্রমুখ।
পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরে প্রচুর অবৈধ জাল দিয়ে জেলেরা মাছ আহরণ করে যা অপরাধ। অভিযানে জব্দ করা ৪০টি অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো এতিমখানায় বিলি করা হয়।
উল্লেখ্য, মৎস্য সম্পদ ধ্বংসকারী বিহিন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল নির্মূলে ৪ জানুয়ারি থেকে ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত ৪ ধাপে ৩০ দিনব্যাপী জেলা প্রশাসন বিশেষ কম্বিং অপারেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।