ড. হেলাল নিজামীর সাথে ‘দুর্ব্যবহারে’ চবি হলুদ দলের ক্ষোভ

5

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য কর্তৃক ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল নিজামীর সাথে দুর্ব্যবহারে উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামীপন্থি শিক্ষক সমর্থিত হলুদ দল।
গত সোমবার হলুদ দলের স্ট্যান্ডিং কমিটির ৫ দফা সিদ্ধান্ত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর পাঠানো এক চিঠির ৪র্থ দফায় এই ক্ষোভ জানানো হয়। এছাড়াও এতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন হলুদ দলের আহব্বায়ক অধ্যপক ড. মো. সেকান্দর চৌধুরী।
চিঠিতে বলা হয়, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ দল) ¯ট্যান্ডিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের কিছু উদ্বৃত্তাংশ অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট উপস্থাপন করা হলো।
১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী সিন্ডিকেটসহ অন্যান্য বিধিবদ্ধ পর্ষদের শূন্যপদসমূহ দ্রæততম সময়ে পূরণ করা আবশ্যক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে শিক্ষকদের প্রতিনিধিত্বকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য বিধায় শিক্ষকদের অধিকার ও বিশ্ববিদ্যালয় আইন মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। অতএব, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এর তফসিল ঘোষণা করতে হবে। শিক্ষক প্রতিনিধিবিহীন আর কোন সিন্ডিকেট সভা না করার জন্য দাবি জানানো হচ্ছে।
২. হলুদ দলের বেশ কয়েকজন শিক্ষকের পদোন্নতির আবেদন দীর্ঘদিন ধরে ফেলে রেখে তাদের পরে আবেদনকারীদের পদোন্নতি দিয়ে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এধরনের কর্মকাÐের ব্যাপারে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে। ইতিপূর্বেও দলের অনেক শিক্ষকের পদোন্নতির আবেদন দীর্ঘদিন আটকিয়ে রেখে পদোন্নতি বিলম্বিত করা হয়েছে। প্রশাসন কর্তৃক বৈষম্যের শিকার এসব শিক্ষকের জ্যেষ্ঠতা সমুন্নত রেখে তাদের পদোন্নতি প্রদানের দাবি জানানো হচ্ছে।
৩. অতি স¤প্রতি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীকে সাদা কাগজে (রেজিস্ট্রারের স্বাক্ষর ও প্যাডবিহীন) মাত্র ৩০ মিনিটের নোটিশে অপরাহ্নে বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতির পদ থেকে অত্যন্ত অপমানজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সভা মনে করে, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়।
৪. ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীর বিরুদ্ধে প্রশাসন কর্তৃক অবমাননা ও নিবর্তনমূলক পদক্ষেপে সভায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ভবিষ্যতে কোন শিক্ষককে যেন প্রশাসনের রোষানলের শিকার না হতে হয় সে দাবি জানানো হয়।
৫. বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় বিজ্ঞাপনের অতিরিক্ত নিয়োগকে শুদ্ধাচার পরিপন্থী ঘোষণা দিয়ে পরবর্তী সিন্ডিকেট সভায় পূর্ববর্তী সিন্ডিকেটের একটি সর্বসম্মত সিদ্ধান্ত সংশোধনপূর্বক অতিরিক্ত নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ক্ষতি করা হয়েছে। এসবের অপনোদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রেখে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনার স্বার্থে উপরোক্ত দাবিসমূহের বিষয়ে দ্রæততার সাথে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায় দল পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।