ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

20

নিজস্ব প্রতিবেদক

ভবন নির্মাণে চুক্তি ভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামে এক ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় প্রতিষ্ঠানটির মালিক নুপুর চৌধুরীকে আসামি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট জুয়েল দেব অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী এমএ নাসের জানান, আমার তফসিলভুক্ত নগরীর রহমতগঞ্জ মৌজার জামালখান এলাকায় অবস্থিত জায়গায় বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে বিবাদীর প্রতিষ্ঠানের সঙ্গে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর রেজিস্ট্রাড চুক্তিনামা সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী তিন বছর পরপরবর্তী ছয় মাস সময়ের মধ্যে বহুতল ভবন নির্মাণ করে ৪০ ভাগ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় ৯ বছর ৯ মাসেও আমাদের প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে প্রতারণা মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গ করে।
বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট জুলফিকার হায়দার ফয়সাল।