টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত

38

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহত মুফিদ আলম (৩৯) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার নজির আহমদের ছেলে।
নিহত মুফিদকে ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ দাবি করে পুলিশ বলেছে, মাদক ব্যবসার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ ও ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় সাতটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়ায় শনিবার রাতে অভিযান চালিয়ে মুফিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল ইয়াবা উদ্ধারে যায়। এ সময় মুফিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মুফিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় টেকনাফ থানার এএসআই মোহাম্মদ অহিদ, কনস্টেবল রুবেল মিয়া ও মনির হোসেন আহত হন বলে জানান ওসি।
এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় বন্দুক, দশটি গুলি এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।