টাইগারপাসে অবৈধ স্থাপনা উচ্ছেদের জেরে মেয়র কার্যালয়ে জটলা

9

নিজস্ব প্রতিবেদক

নগরের সড়ক ও ফুটপাত বেদখল হওয়া রুখতে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল দুপুরে সংস্থাটির টাইগার পাসের অস্থায়ী কার্যালয়ের সামনের কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করায় একসাথে জড়ো হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন শ্লোগান দিতে থাকে উচ্ছেদ হওয়া দোকানি ও বস্তিবাসীরা।
চসিক বলছে, পার্কিংয়ের জায়গা বের করার জন্য চসিক কার্যালয়ের সামনের অবৈধ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। যাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে তারাই অবরোধ করার চেষ্টা করেছে।
বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় কিছু মানুষ চসিক কার্যালয়ে অবস্থান করে। পরে তারা চলে যায়।’