জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময়

18

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, রেলওয়ে কর্তৃপক্ষ, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন।
এসময় চবি উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। সকলের সম্মিলিত প্রয়াসে এ ভর্তি পরীক্ষা সুসম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ কর্মযজ্ঞ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই বিশেষ করে সম্মানিত ডিনবৃন্দ দিনরাত পরিশ্রম করছেন। বরাবরের মতো এবারের ভর্তি পরীক্ষা উৎসব মুখর পরিবেশে সুসম্পন্ন করতে উপাচার্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রশ্নপত্র ফাঁসসহ যে কোন অপ্রীতিকর পরিস্থিতি কঠোর হাতে দমন করার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তিনি আহবান জানান।
মতবিনিময় সভার শুরুতে আসন্ন ভর্তি পরীক্ষার বিস্তারিত কর্ম পরিকল্পনা তুলে ধরেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভ‚ঁইয়া।
সভায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, বিএনসিসি’র কমান্ডিং অফিসার প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন, এস্টেট শাখার প্রশাসক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল, সহকারী প্রক্টরবৃন্দ, হিসাব নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক, চীফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) কবীর আহমেদ, সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. নূরুল আফছার ভ‚ঁইয়া, সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. আরিফ হোসেন, সহকারী পরিচালক (এনএসআই) খায়রুল আলম, ডিজিএফআই উপ-পরিচালক মো. ইফতেখার, মো. মোস্তাফিজুর রহমান (ডিজিএফআই), ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) হাটহাজারী মো. আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন, চট্টগ্রাম জেলা পুলিশ পরিদর্শক (পিবিআই) মোহাম্মদ নেজাম উদ্দিন পিপিএম, চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম ষোলশহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ পরিদর্শক সরদার মিজানুর রহমান, চবি এনএসআই ইনচার্জ মোহাম্মদ সোহেল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (সওজ) আবু আহসান মু. আজিজুল মোস্তফাসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সকলে চবির আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে তাদের বিজ্ঞ মতামত পেশ করেন এবং এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি