জরিমানার ২৭ লাখ টাকা জমা দিলেন জমির উদ্দিন সরকার

10

পূর্বদেশ ডেস্ক

আদালতের নির্দেশনা মোতাবেক ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা ভাতা হিসেবে এ টাকা নিয়েছিলেন বলে আদালত জানায়।
গতকাল মঙ্গলবার দুপুরে জমির উদ্দিন সরকারের পক্ষে তার আইনজীবী জাকির হোসেন ভ‚ঁইয়া সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখায় এ টাকা জমা দেন। তিনি বলেন, ‘প্রথমে জরিমানা খাতে আমাদের টাকা জমা দেওয়ার জন্য বলা হলেও পরে তা সংশোধন করে অন্যান্য আদায় খাত করা হয়েছে। আমরা আজ রাষ্ট্রীয় কোষাগারে অন্যান্য আদায় খাতে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছি’।
এর আগে গত ৬ মার্চ ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানার আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় এ জরিমানার আদেশ দেন।