জঙ্গল সলিমপুর ও আলীনগরের অবৈধ স্থাপনা দ্রুত সরানো হবে

53

 

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি জায়গা জঙ্গল সলিমপুর ও আলিনগরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সরানো হবে। সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই। সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।
মন্ত্রী বলেন, রাষ্ট্রের সাথে লড়াই করে কেউ পারে না। সুতরাং জঙ্গল সলিমপুরে যে ক’জন সন্ত্রাসীর কথা বলা হচ্ছে, সেখানে যদি সমন্বিতভাবে কাজ করি, আশা করি কম সময়ের মধ্যে নিযন্ত্রণে আনা সম্ভব হবে। আমাদের প্রথম পরিকল্পনা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে আনা এবং দ্বিতীয় পরিকল্পনা সেখানে কি করবো। গতকাল শুক্রবার দুপুরে মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার জঙ্গল সলিমপুর ও তৎসংলগ্ন মৌজাসমূহের খাস জায়গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালামসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ৩২০জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।