ছয় পদে নেতা হতে ১৬১ জনের সিভি জমা

13

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলা, পৌরসভা ও আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ১৬১ জন সিভি জমা দিয়েছেন। গত ২১ জানুয়ারি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মী সম্মেলনে এসব সিভি জমা নেয়া হয়। মিছিল সহকারে যোগ দিয়ে পৃথক তিনটি বক্সে পদপ্রত্যাশী নেতারা সিভি জমা দেন। এসব সিভি পর্যালোচনা করে আগামী দুই সপ্তাহের মধ্যেই কমিটি ঘোষণার তাগিদ দিয়েছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে আসতে ৭০ জন সিভি জমা দিয়েছেন। একইভাবে পৌরসভা ছাত্রলীগে সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ২২ জন, আলাওল ডিগ্রী কলেজের সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ২৯ জন নেতা সিভি জমা দিয়েছেন। এ যাবতকালে বিভিন্ন উপজেলায় জমা পড়া সিভির চেয়ে বাঁশখালীতে রেকর্ডসংখ্যক সিভি জমা পড়েছে।
তবে সিভি জমা দেয়া পদপ্রত্যাশী কয়েকজন নেতা বলেন, ‘ভালো কিছুর আশায় সবাই সিভি জমা দিয়েছেন। অনেকেই জানেন সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না, তবুও কমিটিতে থাকার আশায় সিভি জমা দিয়েছেন। সিভিগুলো যাচাইবাছাই করে পছন্দের ব্যক্তিদের কমিটিতে না রেখে যোগ্যতাসম্পন্ন নেতাদের দিয়ে কমিটি দিলে রাজনীতির সুফল মিলবে। ছাত্রলীগের কমিটি নিয়ে অনেক মুখরোচক কথা শোনা যাচ্ছে। এখানে সিভি মুখ্য নয়, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভাগাভাগির কমিটি দিচ্ছেন বলে গুঞ্জন চলছে। বয়স্ক, অছাত্রসহ নানা অপকর্মের সাথে যুক্ত কেউ কমিটিতে আসলে উপজেলাজুড়ে আনন্দের চেয়ে বিক্ষোভ বেশি হতে পারে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন পূর্বদেশকে বলেন, ‘বাঁশখালীতে ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। সেখানে তিনটি ইউনিটে সুন্দর কমিটি দেয়া হবে। ইতোমধ্যে তিনটি ইউনিটের ছয়টি পদের জন্য ১৬১ জন পদপ্রত্যাশী নেতা সিভি জমা দিয়েছেন। সিভিগুলো আমরা যাচাইবাছাই করছি। দ্রæত যোগ্যতা সম্পন্ন নেতাদের দিয়ে সবার পছন্দমতো একটি কমিটি দেয়া হবে।’