চোরের টার্গেট কেন সরকারি অফিস?

34

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে এক মাসের ব্যবধানে চার সরকারি কার্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় উদ্বিগ্ন কর্মকর্তা-কর্মচারীরা। তিন কার্যালয়ে কম্পিউটার চুরির পর এবার চুরির ঘটনা ঘটেছে নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ে। গত মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল এ কার্যালয়ে ব্যবহৃত চারটি কম্পিউটার নিয়ে যায়।
সরেজমিন দেখা যায়, চোরের দল কার্যালয়ের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। তারা চারটি কম্পিউটার নিয়ে যায়। এছাড়া কার্যালয়ের ফাইলপত্র তছনছ করে। জানালার গ্রিল কেটে ফেলা হয়েছে এবং প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
নাজিরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘প্রতিদিনের মত সকালে কার্যালয় খুলে উপরে টিন কাটা দেখতে পাই। সাথে সাথে বিষয়টি আমার ঊর্ধ্বতনকে জানানো হয়। এরপর অভিযোগ দিতে সবাই থানায় যাই। পুলিশ এসে তদন্ত করে চুরি যাওয়া সামগ্রীর একটি তালিকা তৈরি করেন।’
ফটিকছড়ি থানার ওসি মো. মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ে ৪টি কম্পিউটার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কার্যালয়ে চুরির এসব ঘটনা একই সূত্রে গাঁথা বলে মনে হচ্ছে। চোরদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, সম্প্রতি ফটিকছড়ির বিচারক কার্যালয়ের কম্পিউটার চুরি, জানালার গ্রিল কেটে পাইন্দং ইউপি কার্যালয়ের কম্পিউটারের হার্টডিক্স চুরি এবং নাজিরহাট পৌরসভা কার্যালয়েও কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।