চালু হলো নাগরিক ভুমিসেবা কেন্দ্র

15

পূর্বদেশ ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভ‚মি ভবনে পরীক্ষামূলভাবে নাগরিক ভ‚মিসেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস সেন্টার)
চালু হয়েছে। ১৬১২২ নম্বরে কল করে ভ‚মিসেবা গ্রহণ করার সঙ্গে সঙ্গে নাগরিকরা ইচ্ছে করলে ‘নাগরিক ভ‚মিসেবা কেন্দ্রে’ সরাসরি এসে ভ‚মি সম্পর্কিত আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরনের ভ‚মিসেবা যেমন ই-নামজারি, ভ‚মি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। ষ পৃষ্ঠা ৭, কলাম ৫.
ষ প্রথম পৃষ্ঠার পর
প্রাথমিকভাবে ৯ জন প্রতিনিধির মাধ্যমে এই কেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া, অভিজ্ঞ ভ‚মি বিশেষজ্ঞ প্রযোজ্য ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভ‚মি পরামর্শ দেবেন। খবর বাংলা ট্রিবিউন।
প্রসঙ্গত, হেলপলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা, ভ‚মি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভ‚মিসেবা খধহফ ঝবৎারপব’ ফেসবুক পেজে (িি.িভধপবনড়ড়শ.পড়স/ষধহফ.মড়া.নফ) কমেন্ট কিংবা মেসেজ (বার্তা) পাঠিয়ে যেকোনও ধরনের ভ‚মিসেবা পেতে, কিংবা অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। ভ‚মির সব সিস্টেমের সঙ্গে সফল সমন্বের পর অন্যান্য আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন ভ‚মিসেবা ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে নাগরিক ভ‚মিসেবা কেন্দ্রটিও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে।