চবির সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৩ শতাংশ

15

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু সি ইউনিটেএ পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও করেছেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। বাকি ১ হাজার ৮৩৭ জন অনুপস্থিত ছিলেন। যা শতকরা হিসেবে মোট পরীক্ষার্থীর ১৭.৬০ শতাংশ। গতকাল শুক্রবার এক শিফটে অনুষ্ঠিত হয় সি ইউনিটের পরীক্ষা। বেলা ১১ টায় শুরু হয়ে যা চলে বেলা ১২টা পর্যন্ত। তবে ১১ টায় পরীক্ষা শুরু হলেও নিয়মানুযায়ী সকাল পৌনে দশটার মধ্যে নির্দিষ্ট আসনে উপস্থিত হতে হয় ভর্তিচ্ছুদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘পরীক্ষায় মোট ৮৩ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।