চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

7

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুলারতালুক এলাকায় যাত্রীবাহী মিনিবাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত এবং ৪ যাত্রী আহত হয়েছেন। গতকাল ১ আগস্ট ভোরে চট্টগ্রাম অভিমুখি মিনিবাসের (চট্টমেট্টো- জ-১১-২১৭২) সাথে কক্সবাজার অভিমুখী মাইক্রোবাসের (চট্টমেট্টো-চ-১১-৪৪৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কক্সবাজার জেলার খুটাখালি এলাকার সৈয়দ আলমের ছেলে মাইক্রোবাস চালক আবছার উদ্দিন (৩০) নিহত হন। এ সময় যাত্রীদের মধ্যে কক্সবাজারের খুটাখালি এলাকার কাশেমের ছেলে মো. বেলাল (২০), রিপনের স্ত্রী আঁখি (৩০),চকরিয়া এলাকার ওসমানের স্ত্রী নাজমা (১৭), রিয়াজুদ্দিন বাজার এলাকার তোফাজ্জলের ছেলে সোহাগ (৩৬) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাস চালক আবছারকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রব।