চন্দনাইশে মোবাইল কোর্টে ৪২ হাজার টাকা জরিমানা

4

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে গত ২৭ ও ২৮ মার্চ পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ৪২ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল ২৮ মার্চ বরকল বাংলা বাজার, সাতবাড়ীয়া নাজিরহাট, কাঞ্চনাবাদ রৌশনহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ পরিচালনায় লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করাসহ অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রি করার দায়ে, করাত কল লাইসেন্স বিধিমালার সংশ্লিষ্ট ধারায় মের্সাস সফিয়া ‘স’ মিলের স্বত্বাধিকারী বাইনজুরীর আলী আমজাদকে ১০ হাজার,মের্সাস খাজা স’মিলের স্বত্বাধিকারী সাতবাড়িয়ার জাহাঙ্গীর আলমকে ২ হাজার মের্সাস ভাই ভাই স’মিলের এর স্বত্বাধিকারী পশ্চিম এলাহাবাদের মো. লোকমান হাকিমকে ৫ হাজারসহ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এইদিকে গত ২৭ মার্চ সন্ধ্যায় বরমা ধামাইরহাট, সাতবাড়ীয়া বাগিচাহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন মিষ্টি ও দুগ্ধ জাতীয় সামগ্রী বাজারজাত করার অপরাধে ধামাইরহাটের মিষ্টি ঘরের সনজিৎ বিশ^াসকে ১৫ হাজার, বাগিছাহাটের ‘এ-১ ফুড এর মো. আজগরকে ১০ টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে তার সাথে দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নুরে আলম হাফিজ, এস আই নাদিম আকতার, এস আই মোস্তাফিজুর রহমান, বিএসটিআই’র ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত, পরিদর্শক সাগর কর্মকারসহ একটি টিম।