চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ১৩ জন আহত

40

চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক পৃথক ঘটনায় মহিলাসহ ১৩ জনের অধিক আহত হয়েছে। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল দুপুরে দক্ষিণ গাছবাড়ীয়া এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। আহতরা হলেন মৃত আলী আহমদের ছেলে মো. আবু ছৈয়দ (৪২), তার স্ত্রী ইয়াছমিন আকতার (৩১), আবদুর রহমান (৩৮), তার স্ত্রী জুবলি আকতার (২৩), আবুল হাশেমের স্ত্রী খালেদা আকতার (২৫), আলী আহমদের ছেলে আবুল কাশেম (৫২) আহত হয়।
অপরদিকে বিকেলে টিউব ওয়েলের পানি ব্যবহারকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। আহতরা হল মৃত বারেক আহমদের ছেলে আবুল বশর (৮২), তার ছেলে মো. হেলাল (৩৮), মো. রুবেলের স্ত্রী পিংকি আকতার (২৮), মো. হানিফের স্ত্রী মুন্নি আকতার (৩৫)।
এদিকে বিকেলে প্রতিপক্ষের হামলায় ছৈয়দাবাদের মো. শফির ছেলে সিএনজি চালক শাহজাহান (৩০), সাতবাড়িয়াতে মৃত আহমুদুর রহমানের ছেলে মাসুদ আলম (৩৫) আহত হয়।
অন্যদিকে ঘর নির্মানের কাজ করার সময় ইট পড়ে সাতবাড়িয়া হাজির পাড়া এলাকার মৃত শরাফত আলীর ছেলে আবুল কালাম আজাদ (৭২) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পৃথক পৃথক ঘটনায় আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।