চট্টগ্রামে যেখানে হবে বর্ষবরণ অনুষ্ঠান

28

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বিভিন্ন সংগঠন নববর্ষ বরণে অনুষ্ঠান আয়োজন করে থাকে। বেশিরভাগই আয়োজন হয় সিআরবির শিরীষতলা, শিল্পকলা একাডেমি ও চারুকলা ইনস্টিটিউটে। নববর্ষের নিরাপত্তার অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইতোমধ্যে চারুকলা, শিল্পকলাসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেছে। নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকে পুলিশ, বোম স্কোয়াড, ডিবি, সোয়াট টিমে প্রায় সাড়ে ৪শ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ‘নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে অতিরিক্ত পুলিশ। আয়োজকদেরও বলেছি সব নিয়ম মেনে চলতে।’
নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে সিআরবির শিরীষতলায় বর্ষবরণ অনুষ্ঠিত হবে। তাদের অনুষ্ঠান সকালে শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে বারটায়। এছাড়া চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ১০টায় বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি চট্টগ্রামের কাজির দেউড়ি ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হবে।
ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এবার বর্ষবিদায়ে কোন অনুষ্ঠান করবে না।
পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহŸায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘এ বছর আমরা বর্ষবিদায় অনুষ্ঠান করছি না। তবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর দেড়টা বা দুইটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের মিটিংয়ে নিজেরাই দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমাদের আগে থেকেই ছিল।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে যারা বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করবেন তারাই জানিয়েছেন দুপুর একটা পর্যন্ত তারা অনুষ্ঠান করবেন। আমরাও তাদের কথায় সম্মত জানিয়েছি।’