চট্টগ্রামে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৪৫৫

27

পূর্বদেশ অনলাইন
চট্টগ্রাম জেলায় গত এক দিনে আরও ১ হাজার ৪৫৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে দুই জনের।
এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর ৩০ জুলাই এ জেলায় ১ হাজার ৪৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, সেদিন মৃত্যু হয়েছিল ৯ জনের। জেলার সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বলেন, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়াচ্ছে ৩৪ দশমিক ১৩ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৬৫ জন মহানগরীর এবং ৩৯৫ জন উপজেলাগুলোর বাসিন্দা। এর মধ্যে হাটহাজারী উপজেলায় ৮৮ জন এবং রাউজান উপজেলায় ৬৪ জনের নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যাদের মৃত্যু হয়েছে, তাদের একজন চট্টগ্রাম শহরের এবং উপজেলার বাসিন্দা ছিলেন।
মহামারী শুরুর পর এ পর্যন্ত জেলায় ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৪৮ জন মারা গেছেন এ ভাইরাসের সংক্রমণে।