চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৬ জন শনাক্ত

83

চট্টগ্রাম জেলায় গত ৫৮ দিনের মধ্যে গতকাল সোমবার একদিনেই সর্বোচ্চ ১৬ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীতেই আছেন ১১ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে আছেন নগরের পুলিশ লাইনে ২ জন, উত্তর কাট্টলীতে ১ জন, আকবরশাহ এলাকার ১ জন, হালিশহর (বন্দর) এলাকার ২ জন, এনায়েত বাজারের ২ জন, পাহাড়তলীতে ২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১। বাকি ৫ জনের মধ্যে পটিয়ার ১ জন, বাঁশখালীর ১ জন, লোহাগাড়ার ১ জন এবং সীতাকুন্ডের ২ জন (বড় কুমিরা ও ফৌজদারহাটের (বিআইটিআইডিতে ১ জন)।
গতকাল সোমবার রাত ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে মোট ২২টিতে পজেটিভ আসে। নতুন করে সনাক্তকৃত ২২ জনের মধ্যে ৬ টি চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার। বাকি ১৬ টি চট্টগ্রাম জেলার। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে আক্রান্ত হয়েছেন ১১ জন। বাকীরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।
এর আগে গত রবিবার মোট ১৩ জনের মধ্যে কোভিড- ১৯ সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসা আটজনই চট্টগ্রামের বলে জানা গেছে। অন্যদিকে একইদিন ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় জেলায় পজিটিভ ফল এসেছে পাঁচজনের। সবমিলিয়ে চট্টগ্রাম জেলায় রবিবার একদিনেই কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। গতকাল সোমবারের ১৬ জনসহ জেলায় গত ৫৮ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১১০ জনে। রবিবার পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ জন। আর সোমবার পর্যন্ত কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন।