চট্টগ্রামের নির্মাতাদের সুখবর দিলেন ­তথ্যমন্ত্রী

16

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) করার জন্য এক একর জায়গা নেওয়া হয়েছে। চট্টগ্রামেও এফডিসির ছোট আউটলেট করা হবে। ফলে আমরা চট্টগ্রাম থেকে ছবি বা সিনেমা নির্মাণ করতে পারবো।
গতকাল শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে ‘দামপাড়া’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে এ এফডিসি প্রতিষ্ঠার জন্য এক একর জায়গা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে প্রায় ৩০ একরের মতো একটি জায়গা দেখা হয়েছে এফডিসিরি জন্য। জেলা প্রশাসন বুঝিয়ে দিলে আমরা এ জায়গাটি পাবো। সুতরাং চট্টগ্রাম থেকেও ভবিষ্যতে সিনেমা করা যাবে।
তিনি বলেন, বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের হাত ধরে। ১৯৫৭ সালে বঙ্গবন্ধু যখন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। তখন বঙ্গবন্ধু এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পের জন্য বিশেষ তহবিল গঠন করে দিয়েছেন। সারাদেশে বন্ধ সিনেমা হল চালু ও নতুন সিনেমা হল নির্মাণের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। ঢাকা চট্টগ্রামসহ সাতটি শহর সিনেমা কমপ্লেক্স নির্মাণ করা হবে। সিনেমা হলের সাথে মার্কেটও থাকবে। এছাড়া মেট্রো এলাকায় সিনেমা হল করার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এমনকি বিভাগীয় শহরের বাইরে সাড়ে চার শতাংশ হারে ঋণ দেওয়া হবে। যেমন কক্সবাজারে যদি সিনেমা হল করা হয় সেখানে সাড়ে চার শতাংশ হারে ঋণ পাবে।
গতকাল পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে ‘দামপাড়া’ ছবিটির মহরত অনুষ্ঠান হয়। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন জামানের চিত্রনাট্যে সিনেমাটির প্রযোজনায় রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। পরিচালনায় আছেন শুদ্ধমান চৈতন। প্রযোজনার সার্বিক তদারকি করছেন এসপি বিজয় বসাক।
চলচ্চিত্রে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম শামসুল হক, কোতোয়ালী থানার ওসি আব্দুল খালেক ও দামপাড়া পুলিশ লাইনের তৎকালীন আর আই আকরাম হোসেনের বীরত্বগাথা তুলে ধরা হবে।
চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে ২৪ ডিসেম্বর। এতে শামসুল হকের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস, শামসুল হকের স্ত্রীর চরিত্রে আশনা হাবিব ভাবনা, ওসি আব্দুল খালেকের চরিত্রে অনন্ত হীরা, আর আই আকরাম হোসেনের চরিত্রে ঝুনু চৌধুরী। খবর বার্তাসংস্থার