চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০টি অবৈধ বসতি উচ্ছেদ

25

চকরিয়া উপজেলার কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল রবিবার সকালে বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় কাকারা বন বিটের হাতিয়া ঘোনা এলাকা থেকে ১০টি অবৈধ বসতি (ঝুপড়ি ঘর) উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কাকারা বন বিটের হাতিয়া ঘোনা এলাকায় বন বিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কয়েকটি অবৈধ বসতি (ঝুপড়ি ঘর) গড়ে তুলে কতিপয় ভ‚মিদস্যু। বিষয়টি নজরে আসায় কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে রবিবার সকালে ওইসব বসতি উচ্ছেদ করা হয়। এ সময় স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে স্থানীয় কাকারা বনবিট কর্মকর্তা হুমায়ুন করিবসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।