গৃহকর্মীকে হত্যার কথা স্বীকার করলেন গৃহকর্ত্রী

23

রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ রোডে গৃহকর্মী জান্নাতীকে (১২) হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাড়ির গৃহকর্ত্রী রোকসানা পারভিন। গতকাল শুক্রবার ঢাকার একটি আদালতে রোকসানা পারভিন এই জবানবন্দি দেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রোকসানা পারভিন হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি মঙ্গলবার শিশুটিকে মারধর করেছেন। এসময় দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে শিশুটি অজ্ঞান হয়ে যায়। গৃহকর্ত্রীর মারধরের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে রোকসানা পারভিন স্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের পর গতকাল শুক্রবার সকালে রোকসানা পারভিন আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা জানান। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আবেদন করেন। আদালত শুক্রবার দুপুরের পর তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। খবর বাংলা ট্রিবিউনের
ওসি বলেন, আসামিকে রিমান্ডে নেওয়ার আগেই তিনি স্বীকারোক্তি দিতে রাজি হন। তার স্বীকারোক্তি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই মামলায় অপর আসামি রোকসানা পারভিনের স্বামী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইদ আহমেদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত গৃহকর্মী জান্নাতীর বাড়ি বগুড়ার গাবতলী। গত বৃহস্পতিবার দুপুরে জান্নাতীর বাবা জানু মোল্লা মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাকে ফোনে জানানো হয়, ১২ বছরের এক কিশোরীকে নিয়ে আসা হয়েছে। আমার অফিসার ও আমি নিজে গিয়ে শিশুটির মরদেহ দেখে আসি। তার গায়ে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়। পরে আমরা শিশুর পরিবারকে খবর দেই। তারা বৃহস্পতিবার এসে অভিযোগ দিয়েছেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্ত্রী রোকসানা পারভিনকে আটক করা হয়। মামলার পর রোকসানা পারভিনকে গ্রেপ্তার দেখানো হয়।