ক্রিস্টোফার নোলান

18

 

অসাধারণ প্রতিভাবানদের প্রতিভা বিকশিত হয় পাগলামীর সংমিশ্রণে। তেমনি হাজারো প্রতিভাবানদের মধ্যে একজন ….ক্রিস্টোফার নোলান।
‘ইন্টারস্টেলার’ সিনেমার জন্য ৫০০ একর জমিতে ভুট্টা বুনে ক্ষেত বানিয়েছিলেন। শুটিং শেষে সেটা বিক্রী করে মুনাফাও গুনেছেন।
“ ডানকার্ক” সিনেমাটির শুটিংয়ের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ভিন্টেজ এয়ারক্রাফট কিনে শুটিং করেছিলেন।
‘দ্য ডার্ক নাইট’ সিনেমায় হাসপাতালের পুরো বিল্ডিংটাই উড়িয়ে দিয়েছেন, এক্সপ্লোসিভের সিকুয়েন্স শুট করার সময় একটা আইম্যাক্স ক্যামেরাও উড়িয়ে দিয়েছিলেন- যার তৎকালীন মূল্য ছিলো হাফ মিলিয়নেরও বেশি। আর তখন পুরো দুনিয়ায় আইম্যাক্স ক্যামেরা ছিলো মাত্র চারটা।
‘মেমেন্টো’ এর আউটলাইন লিখেছিলেন ভাইয়ের সাথে রোড ট্রিপে গিয়ে। আবার ‘ইনসেপশন’ স্ক্রিপ্ট লিখেছেন দশ বছর ধরে। সেইটার রোটেটিং হলওয়ের শুটিং করেছেন সেট ডিজাইন করে। পারতপক্ষে বাস্তবসম্মত দৃশ্যায়নের জন্য এই নির্মাতা পাগলামির শেষ সীমাটুকুও ছাড়িয়ে যান।
মিঃ হাইজিন: জীবাণুমুক্ত হাতের প্রতিশ্রুতি
স¤প্রতি, তার আপকামিং সিনেমা ‘টেনেট’ এর জন্য একটা বোয়িং ৭৪৭ বিমানের বিস্ফোরণ ঘটিয়েছেন। জাংকইয়ার্ড থেকে কেনা বিমানটা বেশ পুরোনো হলেও আসল। বিজনেস ইনসাইডার, আইএমডিবি, ইয়াহু, ইন্ডিওয়্যার এর মতো সাইটে বোয়িং বিমান কিনে শুট করার নিউজটা এসেছে
ক্রিস্টোফার নোলানের জন্ম ১৯৭০ সালের ৩০ জুলাই লন্ডন শহরে। তার বাবা ছিলেন একজন বিজ্ঞাপন কপিরাইটার। আর মা ছিলেন একজন আমেরিকান বিমানবালা। জন্ম আর পিতামাতা সূত্রে তিনি ব্রিটিশ-আমেরিকান হওয়াতে তার শৈশব কেটেছে লন্ডন ও শিকাগোতে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শেষ করে নোলান একই কলেজকে বেছে নেন তার ফিল্ম তৈরীর সুযোগসুবিধার জন্য। ১৯৯৩ সালে তিনি ছবি তৈরির উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।
আধুনিক চলচ্চিত্রের যাদুকর নামে খ্যাত ক্রিস্টোফার নোলান অস্কার মনোনয়নপ্রাপ্ত ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
তাঁর স্ত্রী এমা থমাস তাঁর অনেক চলচ্চিত্র প্রযোজনা করেছেন। বাবার সুপার ৮ ক্যামেরা নিয়ে খেলতে খেলতেই ক্যামেরা সম্পর্কে জানাশোনা। মাত্র সাত বছর বয়সে সেই ক্যামেরা দিয়ে তৈরি করেন তাঁর প্রথম ছবি। ক্রিস্টোফার নোলান ১৯৯৮ সালে তৈরি করেন তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘ফলোয়িং’। ২০০০ সালে ‘মেমেন্টো’ দিয়ে বিশ্বময় পরিচিতি অর্জন করেন নোলান। তাঁর ছবির নাম ট্যারান্টিলা, লার্সেনি, ডুডলবাগ, ফলোইং, মেমেন্টো, ইনসমনিয়া, ব্যাটম্যান বিগিন্স, দ্য প্রেস্টিজ, দ্য ডার্কনাইট, ইনসেপশন, দ্য ডার্কনাইট রাইজেস, ইন্টারস্টেলার, কোয়ে, ডানকার্ক, টেনেট।